সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশব্যাপী আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে জেলার পর্যটন এলাকায় সাদা পাথর লুটপাটে দেশব্যাপী আলোচিত ঘটনার মধ্যে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অপর এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব মুরাদকে গত বছরের ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: