গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে কোনো লাভ নেই: রাজউক চেয়ারম্যান

গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্পোরেশনের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।
শুক্রবার আইইবি কর্তৃক আয়োজিত 'সাস্টেইনেবল ক্লিন এনার্জি সলিউশন ফর বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইঞ্জিনিয়ার রিজু ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইইবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।
গ্যাস বাংলাদেশের অমূল্য সম্পদ উল্লেখ করে তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য পুড়িয়ে কোন লাভ নেই। বরং পুরোটাই লস। দেশের ভালো চাইলে গ্যাস নষ্ট করা যাবে না। তাই এই সিস্টেম থেকে বেরিয়ে সোলার সিস্টেমে যেতে হবে। রাজউক যেমন বাসযোগ্য একটা সবুজ নগরি তৈরি করতে চায়, সেক্ষেত্রে চাইলে এর প্রসারের মাধ্যমে আইইবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় মানুষকে বিনামূল্যে এ সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষকে বিনামূল্যে সোলার সিস্টেম ইন্সটল করে দিয়ে অভ্যস্ত করে তুলতে হবে। এরপর যখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে তখন নিজেরাই ব্যবহার করবে। তখন এই সেক্টরের উন্নয়নের জন্য আর কাউকে ভাবতে হবে না।
রাজউক ও আইইবি'র সমন্বয় করে দেশের উন্নয়নে এই কাজ শুরু করতে হবে এবং সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
সেমিনারে আইইবি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আহসানুল রাসেল স্বাগত বক্তব্য দেন। এরপর অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ারদের মাঝে সাস্টেইনেবল ক্লিন এনার্জি সলিউশন'র জন্য সোলার সিস্টেম নিয়ে বিভিন্ন ধরণের রিসোর্স উপস্থাপন করে নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন।
আইইবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন -শ্রেডা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রতন কুমার ঘোষ, আইডিসিওএল এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এস এম মনিরুল ইসলাম, আইইবি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম তানবির-উল হাসান তমাল প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: