বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. ইউনূস: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠতি হয়। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বলেছেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠকে করছেন। পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর