বিদেশে আ.লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার

দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের অফিস…আওয়ামী লীগ আপনি জানেন, তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে, অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অক্টিভিটিজ করে, যা আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি; আমরা দেখছি। এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।
তিনি আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সফরে মালয়েশিয়ায় আরো বেশি জনশক্তি প্রেরণের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে এবং এ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে বডি ক্যামের ব্যবস্থা রাখবে সরকার। এ জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ৪০ হাজার বডি ক্যাম ক্যাম কেনার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, আমাদের মূল ফোকাস হচ্ছে নির্বাচন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়। বাংলাদেশের ভোটারেরা যাতে পরিবার-পরিজন নিয়ে উৎসবের সঙ্গে ভোট দিতে পারেন সে জন্য প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বডি ক্যাম কেনা হচ্ছে।
শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: