‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত’

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া দেয়নি ভারত। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।

ভারতের ‘পুশ ইন’ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে তাহলে তাকে তারা আটক করতে পারে। তারা বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে, এরপরই আটক ব্যক্তিকে ফেরত পাঠাবে। পুশ ইন হচ্ছে এ ব্যবস্থার ব্যত্যয়। এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক চাই। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে একাত্তরসহ যাবতীয় ইস্যু নিয়েই আলোচনা হবে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কীরূপ হবে তা নিয়ে ভারতের কিছু বলার থাকতে পারে না। যেমনটি দিল্লি-ইসলামাবাদ সম্পর্কের বিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই।

আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।

ঢাকা সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার।

এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের সময় কোনও চুক্তি সই হবে কিনা সেটি এখনই বলা কঠিন। তবে, আমরা আশাবাদী যে অনেকগুলো বাধা দূর করতে পারবো। এখানে দুটি জিনিস। প্রথমত, সর্বোচ্চ পর্যায়ে একটি সফর হচ্ছে। দ্বিতীয়ত, দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি ভালো রসায়ন আছে। আমরা সেটিকে ব্যবহার করবো।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর