মাইলস্টোনে নিহতদের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম

মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল। বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, বিমান বাহিনীর প্রতিনিধি দল গত ১ আগস্ট সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেহেরপুর জেলার শিক্ষার্থী (১) মাহিয়া তাসনিম মায়া, কুষ্টিয়া জেলার শ্রদ্ধেয় অভিভাবক (২) রজনি ইসলাম এবং শনিবার বাগেরহাট জেলার শিক্ষার্থী (৩) ফাতেমা আক্তার ও ফরিদপুর জেলার শিক্ষার্থী (৪) রাইসা মনি এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। এছাড়া একই দিনে বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর