শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের অন্য এক গ্রুপ।

শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত যোদ্ধারা বলেন, যারা জুলাই সনদ ও ঘোষণা নিয়ে টালবাহানা করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা ৭১ ও ২৪ কে আলাদা করে দেখে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। এটা আমাদের প্রাণের দাবি। জুলাই সনদের ঘোষণা পত্র সংবিধানে সংযুক্ত করতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আমাদের জীবন যাবে তবুও রাজপথ ছাড়বো না। জুলাই সনদ পেলে আমরা সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়ে দেব।

জুলাই যোদ্ধাদের আরেক দল বলেন, জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই ভুয়া যোদ্ধা। তাদের অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যার ফলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যারা সব সময় আমাদের পাশে ছিলেন তারা দুর্ভোগের শিকার হোক এটা আমরা চাই না।

উল্লেখ্য, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে শাহবাগ অবরোধ করে রাখা হয়। ফলে রাজধানীর শাহবাগ মোড় সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চড়ম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর