‘দায়িত্বে না থেকেও আইনশৃঙ্খলা অবনতির সব দোষ আইন মন্ত্রণালয়ের’

নিউজ ডেস্ক প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দায়িত্বে না থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মানুষ আইন মন্ত্রণালয়কে দোষ দিচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের নামের সঙ্গে ‘আইন’ থাকায় এ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সঙ্গে আমাদের (আইন মন্ত্রণালয়) কোনো রকম সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘আপনাদের বিনয়ের সঙ্গে বলি, এক বছর হতে চললো। অন্যের কাজের জন্য আমাকে, আমার মন্ত্রণালয়ের সমালোচনা করবেন? মন্ত্রণালয় যারা অফিসাররা আছেন তারা রাতদিন কাজ করেন। আমাকে যেমন দেখছেন মনে হচ্ছে আমি করি। আমি কিছুই করি না, আমি উনাদের সঙ্গে কাজের সমন্বয় করি। প্রথম প্রথম আমাদের অনেক কাজের চাপ গেছে।’

উপদেষ্টা বলেন, ‘যখন অন্যের কাজের জন্য আমাদের দোষ ধরা হয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুর জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়, আইনের সঙ্গে মিল আছে দেখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই। এটা অন্য মন্ত্রণালয়ের বিষয়। আইন মন্ত্রণালয়ে শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে। সাব-রেজিস্টার অফিস নিয়ে ডিল করে। হাইকোর্টে কি হচ্ছে সেটার সঙ্গেও আমাদের সম্পর্ক নেই।’

‘এ কথাগুলো কেন বলছি? অনেকে মনে করে তিনি (আইন উপদেষ্টা) কেন এটা করছেন না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ফাওজুল কবির ভাই (উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান) অসম্ভব ভালো কাজ করছেন। তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি যে ভালো কাজ করছেন, এটার কৃতিত্ব কি আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয়? এটা যদি না করেন তাহলে অন্য মন্ত্রণালয়ের যদি কোন ঘাটতি থাকে তাহলে সেটার দোষ আমাকে দেন কেন? অন্য মন্ত্রণালয় ভালো কাজ করলে সেটার ক্রেডিট কি আমাকে দেন?’

আসিফ নজরুল বলেন, ‘একটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়। কারো কারো ক্ষেত্রে কখনো কখনো পারফরমেন্স ঘাটতি থাকতে পারে, কারো কারো পারফরম্যান্স অনেক ভালো হতে পারে। আমাদের ক্ষেত্রেও অনেকের অভিযোগ থাকতে পারে। কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে। আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করবেন না। অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করবেন না।’

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার উদ্যোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘পৃথক সচিবালয় করার ধাপ হিসাবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদ সৃজন প্রধান বিচারপতি করবেন। তাদের পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা। এটা ওই স্টেপটা অর্জনের জন্য, এটা রাতারাতি করা যায় না। এটা স্টেপ ওয়াইস করা যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের আমলেই এটা করা হবে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর