‘জুলাই গণহত্যার বিচার একদিনও বিলম্বিত হওয়া উচিত নয়’

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

জুলাই গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্নে সরকারের উদ্যোগ যথাযথ নয় মন্তব্য করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন— লাশ গুম করা হয়েছে। তারা মানবতাবিরোধী অপরাধ করেছে।

কিন্তু তাদের বিচারের জন্য আমাদের এক বছর কেন অপেক্ষা করতে হবে? এই বিচার বিলম্বিত হওয়া একদিনও উচিত নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক বেশি সময় নিচ্ছে। তারা বিচারের উদ্যোগ নিয়েছেন ঠিকই, কিন্তু তা যথাযথ মনে করি না।

সোমবার জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ আসিফ হাসান স্মরণে নর্দান ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘শহীদ আসিফ ও রক্তাক্ত জুলাই : প্রতিবাদের প্রতিচ্ছবি’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ আসিফ নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আলোচনা সভায় ড. স‌লিমুল্লাহ খান বলেন, শহীদদের মনে রাখার অর্থ হচ্ছে— তাদের স্বপ্নের সঙ্গে বেঈমানি না করা। আমি মনে করি না, তাদের স্বপ্ন শুধু কোটা প্রথা বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাদের লক্ষ্য ছিল, সুদূরপ্রসারী। এ দেশের সকল ধরনের বৈষম্য, অন্যায়, অবিচার, গুম, খুনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল তাদের। সেটি আমরা কতটা পূরণ করতে পেরেছি। তি‌নি বলেন, জাতিসংঘের হিসেবে শুধু জুলাই গণ-অভ্যুত্থানেই প্রাণ বিসর্জন দিয়েছেন ১ হাজার ৪০০ জন। এর আগের ১৫ বছরে কত প্রাণ গেছে, কত মানুষ গুম হয়েছে? স্বাধীনতার পর থেকে কত প্রাণ গেছে— তাও হিসেব নিতে হবে, বিচার করতে হবে। আমাদের এ দাবি জানাতে হবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের দেশের শিক্ষক, সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা যে ভূমিকা রেখেছেন— আমি ভেতর থেকে সাক্ষী হয়ে বলছি, তা খুব গৌরবজনক ছিল না। ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছে, সেভাবে শিক্ষকরা এগিয়ে আসেননি। যারা এসেছেন, তারা ব্যতিক্রম; এই গুণী শিক্ষকরা অনেকটা বিরল ঘটনার অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহীদ আসিফ হাসানের বাবা মাহমুদ আলমের পক্ষে বক্তব্য রাখেন আসিফের ভাই রাকিব হাসান। তিনি শহীদ আসিফকে স্মরণ করায় পরিবারের পক্ষ থেকে নর্দান ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানান।

নর্দান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য লাবিবা আব্দুল্লাহ এবং শিক্ষাবিদ ড. মীর মনজুর মাহমুদ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) বিএন।

এর আগে বেলা সাড়ে ১১টায় কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই স্মরণসভা। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই অভ্যুত্থানে নর্দানে ইউনিভার্সিটির অবদান ও শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর