রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে দিয়েছে কমিশন: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, কমিশন ইতোমধ্যে জুলাই সনদের একটি খসড়া দেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এতে সনদের পটভূমি, কমিশনের গঠন ও কার্যপ্রণালী সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) কমিশনের চলমান রাজনৈতিক সংলাপে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে বিস্তর আলোচনা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
অধ্যাপক আলী বলেন, সেখানে কেবল ইতোমধ্যে যেসব বিষয়ে একমত হওয়া গেছে সেগুলো রাখা হয়েছে। এখনে আলোচনাধীন বিষয়সমূহ পরবর্তীতে সমন্বিতভাবে সংযোজন করা হবে।
তিনি জানান, ৩০ জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে রাজনৈতিক দলগুলোকে খসড়া সম্পর্কে তাদের সুপারিশ, মতামত বা পরিবর্তনের প্রস্তাব দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, আজকের আলোচনা দুইটি নির্ধারিত বিষয়ের ওপর কেন্দ্রীভূত ছিল—একটি হলো সরকারি কর্মকমিশন (পিএসসি), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), দুর্নীতি দমন কমিশন (দুদক), ও ন্যায়পাল নিয়োগ; অন্যটি সংসদে নারীর প্রতিনিধিত্ব—যদিও দ্বিতীয় বিষয়ে আলোচনা শুরু করা সম্ভব হয়নি।
অধ্যাপক আলী জানান, সরকারি কর্ম কমিশনের নিয়োগপ্রক্রিয়া নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে। তবে, বিএনপি ও কয়েকটি দল নিয়োগবিধান আইনের মাধ্যমে নির্ধারণের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়া কীভাবে নির্ধারিত হবে সে বিষয়ে ভিন্নমত থাকলেও পিএসসিকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে।
দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাবকে অধিকাংশ দল সমর্থন করলেও বিএনপি ও কয়েকটি দল ভিন্নমত দেয়। তবে সংশোধনীসহ আলোচনা এগোচ্ছে বলে জানান তিনি।
বৈঠকের এক পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, ফলে কিছু সময়ের জন্য আলোচনা স্থগিত রাখতে হয়। এই ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে অধ্যাপক আলী বলেন, জাতীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা একাডেমির দায়িত্ব ছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের সঙ্গে বৈঠক করে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। রেক্টর ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন এবং প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
সন্ধ্যার দিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগসংক্রান্ত একটি নতুন প্রস্তাব মৌখিকভাবে উপস্থাপন করা হয়। তারা র্যাংক চয়েস পদ্ধতি মেনে নিতে আগ্রহ দেখালেও সেটি গোপন ব্যালটের পরিবর্তে ওপেন ব্যালটে করার প্রস্তাব দেন।
অধ্যাপক আলী বলেন, এখন পর্যন্ত সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত। তবে নিয়োগ কমিটির সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়ে গেছে।
তিনি জানান, বিএনপি এখনো এই প্রস্তাব পুরোপুরি মেনে নেয়নি। তবে কমিশন আশাবাদী যে আগামীকাল সকালের মধ্যেই এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
আজকের বৈঠকে সময় সংকটের কারণে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা যায়নি। তবে আগামী দুই দিনের মধ্যে এ বিষয়েও আলোচনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেষে অধ্যাপক আলী সাংবাদিক ও অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, আমরা চাই সবাই মিলে নিরাপদ ও সফলভাবে এই ঐতিহাসিক প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে পারি।
আপনার মূল্যবান মতামত দিন: