মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশী হাইকমিশনারের বৈঠক

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
শনিবার (২৬ জুলাই) দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশটির ইমিগ্রেশন ও বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, দুই দেশের অভিবাসন সহযোগিতা, শ্রম ও অভিবাসন ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে কৌশলগত আলোচনা হয়।
হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, লেবার কাউন্সেলর সাইয়েদ শরীফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুর্শেদ আলম।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন এক্সপ্যাট সার্ভিসেস ডিভিশনের পরিচালক তুয়ান আবদুল হাদি বিন মোহাম্মদ, নীতিমালা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুয়ান মাজওয়ান বিন আব্দ মানান, বিদেশি কর্মী বিভাগের উপ-পরিচালক তুয়ান মোহাম্মদ রাজিপ বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপ-পরিচালক এফা নুরজাইনানী বিনতি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলনিনা কারমেলা বাহানাং আনাক উনগান।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মূল্যবান মতামত দিন: