বার্ন ইনস্টিটিউটে আহত-দগ্ধ শিশুদের নিয়ে বাড়ছে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১২:০৭ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে কাতরাচ্ছেন আহত-দগ্ধ শিক্ষার্থীরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ আপডেটে জানানো হয়, হাসপাতালটিতে ৪৪ জন চিকিৎসাধীন। বেশিরভাগই শিশু। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫৭ জন।

সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের তিন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অগ্নিদগ্ধ ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে একজন।

এদিকে, গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে বুধবার (২৩ জুলাই) রাতে ঢাকায় আসা ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর