এইচএসসি ও আলিমের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম

চলতি বছরের এইচএসসি ও আলিমের স্থগিত হওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদাভাবে এই রুটিন প্রকাশ করেন।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ২টি পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, ১০ জুলাইয়ের স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র/হিসাববিজ্ঞান ১ম পত্র/যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা হবে ১২ আগস্ট। পরীক্ষাটি শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

১৭ জুলাইয়ের স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা হবে ১৪ আগস্ট সকালে। আর বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র/আরবি ২য় পত্র/পালি ২য় পত্রের পরীক্ষা। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

২২ জুলাইয়ের স্থগিত হওয়া রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা)/ইতিহাস ২য় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

এছাড়া ২৪ জুলাই স্থগিত হওয়া অর্থনীতি ১ম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। এছাড়া ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী ১০ জুলাইয়ের স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ১৪ আগস্ট। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ১৩ আগস্ট (শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য)। ২২ জুলাইয়ের স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ)-এর পরীক্ষা ২৪ জুলাইয়ের পরিবর্তে ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর