বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতলে ১৬৫ জন ভর্তি আছে।

বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় কুয়েত মৈত্রী হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে ৮ জন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৬ জন, সেখানে মারা গেছেন ১০ জন। এছাড়া,  ঢাকা মেডিকেলে ভর্তি ৩ জন, সেখানে মারা গেছেন ১ জন। ঢাকা সিএমএইচে ভর্তি ২৮, মারা গেছেন  ১৬।

এছাড়া, লবুনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, ইউনাইটেড হাসপাতালে আহত ২ নিহত ১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি আছেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর