জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১৩:০৭ পিএম

সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তার আহবান জানিয়েছেন কমিশন সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন।

শুরুতে, বিমান দূর্ঘটনার কারণে শোক প্রস্তাব দিয়েছে কমিশন। আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থা গুলোর প্রতি আহবান জানান ড. আলী রীয়াজ।

আজকের বৈঠকে, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব এ দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর