রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে নিতেই মৃত্যু

নিউজ ডেস্ক প্রকাশিত: ০২ জুলাই ২০২৫ ০৮:০৭ এএম

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় আমরা এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা আশপাশের লোকের মুখে জানতে পারি ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানা যাবে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর