‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয় আদালতে বিচারাধীন’
আপডেট: ২০ মে ২০২৫ ১০:০২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপি নেতা ইশরাক হোসেন সম্পর্কে বলেছেন, আমি দেখেছি তার বিষয়টি আদালতে শুনানি হবে। সুতরাং আদালতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য না করাই সমীচীন। আমরা দেখি আদালত থেকে কি নির্দেশনা বা রায় আসে।
মঙ্গলবার দুপুরে সাভারে জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে , তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এতো বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে। আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।
আপনার মূল্যবান মতামত দিন: