দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশে এ মুহূর্তে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।
বুধবার সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম আরও বলেন, বাংলাদেশ খাদ্যশস্য বিশেষত গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করে। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। নিজস্ব উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়। রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি দুদেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকার রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য সচিব মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয়সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: