পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ৩:৫৮ এএম

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে, প্রধান উপদেষ্টা ৪দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন। তিনি দোহা থেকে সরাসরি রোমে যান।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমের মাটিতে অবতরণ করে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। রোম থেকে তিনি যান ভ্যাটিকান সিটিতে।
প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের এবং তার বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণমুক্ত বিশ্বের তিন শূন্য দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন।
পোপ ফ্রান্সিস গত সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান। তিনি ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
এমএসএস
আপনার মূল্যবান মতামত দিন: