পাকিস্তানের সঙ্গে বন্ধন জোরদারের আহ্বান ড. ইউনূসের
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১০:০৩ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপের আহ্বান করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের সেগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে। যাতে করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনাগুলো অনুসন্ধান করা যায়।
১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বালুচ।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত “উভয় দেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খোঁজা।”
তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসায়িক পর্যায়ে (B2B) যোগাযোগ ও সব স্তরে সফর বিনিময়ের প্রয়োজন রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক ডারের আসন্ন বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।
আপনার মূল্যবান মতামত দিন: