মুন্সীগঞ্জে ৩ কসমেটিক দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

সংগৃহীত ফটো

মুন্সীগঞ্জ পৌরসভার শহর বাজারের আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটে ভোক্তা অধিকারের অভিযানে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ রবিবার (২৩ মার্চ) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটের বিউটি জোন কসমেটিকস দোকানে এম আর পি বিহীন কসমেটিক বিক্রি করায় দোকানটিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৭ হাজার টাকা সহ ৩ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এর আগে তিনি শহর বাজারের কসমেটিকস ও কাপড়ের দোকান সমূহে তদারকি করেন। পণ্যের মূল্য ও ক্রয়ের রশিদ যাচাই কররেন। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করার নির্দেশনা দেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর