কুড়িগ্রামে প্রাইমারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বিএনপি নেতাসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্ব‌ন করে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে একজনের নাম মিনারুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য। এছাড়াও বাকিরা হলেন,রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের  আজিজার রহমানের পুত্র আব্দুল লতিফ,খামার নকুলা গ্রামের আহাদুজ্জামানের পুত্র শাহজামাল,কাজীপাড়ার মৃত আবুল কাশেম পুত্র বাবু ইসলাম,বাগডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের কন্যা জান্নাতুন নাইম, ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বোয়ালভির গ্রামের মৃত নাজির হোসেন সিদ্দিকির পুত্র আরিফুজ্জামান সিদ্দিকি,মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশখালি গ্রামের আব্দুল মালেক মৃধার পুত্র হিমেল মাহমুদ,রাজৈর থানার টেকরহাট গ্রামের ইদ্রিস মোড়লের কন্যা চামেলী আক্তার,আরাজিকোমরপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র বেলাল হোসেন, চরদামাল গ্রামের ময়নাল হকের পুত্র আনেয়ারর।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে ১১জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, আটকের বিষয়টি জেনেছি। আটককৃতদের থানা পুলিশের হেফাজতে আছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর