আইভীকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা ফতুল্লা থানার তিনটি পৃথক হত্যা মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় নিহত আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণেই তদন্ত কর্মকর্তারা আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাউয়ুম খান জানান, এসব মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে, গত ৯ নভেম্বর হাইকোর্ট ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা পাঁচটি মামলায় জামিন দেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, ডা. আইভীর জনপ্রিয়তা ও জামিনে মুক্তি রাজনৈতিক প্রতিপক্ষদের ঈর্ষান্বিত করেছে। প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করেই নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করানো হয়েছে। মামলাগুলো বহুদিন আগের, তবুও হঠাৎ করে এমন আবেদন কেন করা হলো এটা জনগণ ভালোভাবেই বুঝতে পারে।
তবে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কোনো রাজনৈতিক প্রভাব নয়, তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কারণেই শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও পুলিশি কাজে বাধা সংক্রান্ত ছয়টি মামলায় ডা. আইভীর বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: