মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১২:২২ এএম

ছবি; সেনাবাহিনীর হেলিকপ্টারে নেয়া আসিয়ার লাশ

সপ্তাহ খানেক আগে ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আসিয়াকে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আছিয়ার মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। হেলিকপ্টার পৌঁছানোর আগে স্টেডিয়াম ঘিরে সমবেত হয় হাজার হাজার মানুষ; ঢাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে; মাগুরার নানা গ্রাম থেকে আসে লোক। স্টেডিয়াম থেকে কফিনবন্দি মরদেহটি নিয়ে যাওয়া হয় মাগুরা শহরের নোমানী ময়দানে, যেখানে সন্ধ্যা ৭টায় প্রথম জানাজা হয়। জানাজায় চোখের জলে ফরিয়াদ করে তার জন্য দোয়া করতে দেখা যায় বহু মানুষকে।

শিশুটির মরদেহের সঙ্গে সামরিক হেলিকপ্টারে ছিলেন শিশুটির মা এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

মাগুরায় ফরিদা আখতার বলেন, “এটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। কারণ এত ছোট্ট বাচ্চা একটা মেয়ের ধর্ষিত হওয়া মেনে নেওয়া যায় না। এটা কারো জন্য মেনে নেওয়া যায় না। শিশুটি আমাদেরই মেয়ে। কাজেই আমরা সেভাবেই দেখছি।”

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

গত ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি।

শিশুটি রাতে তার বোনের সঙ্গে বিছানায় ঘুমিয়েছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ তার বোন তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ছোট বোনের সন্ধান শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কয়েক গজ দূরে মেয়েটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

শিশুটিকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আসামিদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর