জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,“জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ট্রাফিক সচেতনতাবিষক এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।”

তিনি বলেন, “গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে  পুলিশ সোচ্চার আছে।”

এস এম সাজ্জাত আলী বলেন, পুলিশের একার পক্ষে দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব হবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর