মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। বুধবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা এদিন শুনানি করবেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আলোচিত এ মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত সপ্তাহে আদালতে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।
নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। তবে আলোচিত এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনো পলাতক রয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আলোচিত এ মামলায় ৩ জন সাক্ষ্য দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: