ছেলের বিরুদ্ধে মামলা করতে হাইকোর্টে ৯০ বছরের হাফেজ আহমেদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর ৯০ বছর বয়সী বৃদ্ধ হাফেজ আহমেদ হাইকোর্টে তার ছোট ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করেছেন তার ছোট ছেলে জাল জালিয়াতির মাধ্যমে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। বঞ্চিত করেছেন তার অন্য তিন সন্তানকেও।
আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবীর চেম্বারে কথা হয় বৃদ্ধ হাফেজ আহমেদের সঙ্গে। তিনি বলেন, আমার পরিবারের সবার সঙ্গে এক ছেলে প্রতারণা করেছে। সব সম্পত্তি লিখে নিয়েছে। আমি বাবা হয়ে তো অন্য সন্তানদের বঞ্চিত করতে পারি না। ন্যায় বিচারের জন্য হাইকোর্টে এসেছি।
বৃদ্ধ হাফেজ আহমদের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, নিম্ন আদালতে তিনি মামলা করেছিলেন। সেখানে রায় পক্ষে আসেনি। এ কারণে হাইকোর্টে এসেছেন। আমরা হাইকোর্টে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলা করেছি। আশা করি উচ্চ আদালতে বৃদ্ধ হাফেজ আহমেদ ন্যায়বিচার পাবেন।
অ্যাডভোকেট আজিজুর রহমান মিশু বৃদ্ধ হাফেজ আহমেদের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, কক্সবাজার বদরখালী থেকে প্রায় একা একা কারো সাহায্য ছাড়াই ৯০ বছর বয়সী হাফেজ আহমেদ উচ্চ আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন সাহেবের চেম্বারে এসেছেন। তার নিজ ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। এখনও এ দেশের অসংখ্য মানুষ আদালতকে আশ্রয়স্থল হিসেবে মনে করেন। মহান আল্লাহ পাক উনাকে শতায়ু দান করুন।
আপনার মূল্যবান মতামত দিন: