সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ২৩:০৮ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় পরিবর্তন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আরও বলেছেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে যা করনীয় করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর থেকে ভালো প্রত্যাশা করি জানিয়ে তা উন্নতির প্রচেষ্টা চলছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর