কোর্ট সিকিউরিটি বাহিনী কেন গঠন করা হবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ২২:০৬ পিএম

সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের নিজস্ব আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রেক্ষিতে এ রুলটি জারি করেন।

নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া’র রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ রুল দেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান বলেন, শঙ্কামুক্ত পরিবেশে বিচারকার্য পরিচালনা, সুপ্রিম কোর্টসহ দেশের সব ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত চত্বরে আইনজীবী, জনসাধারণের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের অধীন কারারক্ষীর মতো পৃথক আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রুলের বিষয়টি জানিয়ে রিট আবেদনকারী আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া জানান, বলেন, সুরক্ষা বিভাগের সচিব, আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর