সৌদি আরব ও দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে ঈদ আজ

নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ০৫:০৩ এএম
আপডেট: ৩০ মার্চ ২০২৫ ৯:২২ এএম

ফাইল ফটো

সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, ইয়েমেন, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এদিন ঈদ পালিত হবে যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনেও।

শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি গেজেট দুবাইয়ের খালিজ টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বেসরকারি এবং অলাভজনক খাতের জন্য চার দিনের ছুটি ঘোষণা করেছে।

ছুটির দিনটি রবিবার থেকে শুরু হবে এবং  ২ এপ্রিল পর্যন্ত চলবে। শুক্র-শনিবার সপ্তাহান্তের সাথে মিলিত হলে বেসরকারি খাতের কর্মীরা ছয় দিনের ছুটি পাবেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে আগামীকাল রোববার ঈদ হলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন। ইরান, জর্ডান, সিরিয়া ও ইরাকেও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। ফলে এসব দেশে ঈদ হবে আগামী সোমবার (৩১ মার্চ)। 

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে চাঁদ দেখতে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর