গাজায় অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিতে জাতিসংঘে প্রস্তাব পাস
গাজায় অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে ইসরাইলের প্রতি দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার বিপুল ভোটে প্রস্তাবটি পাস হয়। নরওয়েসহ ১২ টিরও বেশি দেশ প্রস্তাবটি উত্থাপণ করে। প্রস্তাবটি ১৩৯টি দেশের সমর্থন পেয়েছে, বিপক্ষে ভোট পড়েছে মাত্র ১২টি আর ১৯টি দেশ ভোটদানে বিরত ছিল। খবর আল জাজিরার।
প্রস্তাবে গাজায় অবাধে ত্রাণ প্রবাহ নিশ্চিত, জাতিসংঘের স্থাপনাগুলোতে ইসরাইলের হামলা বন্ধ এবং দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরাইলের প্রতি দাবি জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে মানবিক সাহায্যের অবাধ সরবরাহের অনুমোদন দেয়ার কথা থাকলেও, ইসরাইল সেই শর্ত মানছে না।
খসড়াটি উপস্থাপন করে জাতিসংঘে নরওয়ের স্থায়ী প্রতিনিধি মেরেট ফেজেল্ড ব্র্যাটেস্টেড সতর্ক করে বলেন, ‘২০২৪ সাল গত তিন দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছরগুলোর মধ্যে একটি ছিল, ২০২৫ সালও একই দিকে যাচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ‘একটি বিশেষ বিষয়’ হিসেবে রয়ে গেছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য দিচ্ছেন। মানবিক নীতির প্রতি শ্রদ্ধা কম যাচ্ছে। মানবিক আইনের সবচেয়ে মৌলিক নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।’
ভোটাভুটির ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের দূত জেফ বার্তোস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তি দেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের যুগান্তকারী শান্তি চুক্তি এবং নিরাপত্তা পরিষদে ২৮০৩ নম্বর প্রস্তাব পাসের পরেও, সাধারণ পরিষদ ইসরাইলকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করার ধারা অব্যাহত রেখেছে।’

আপনার মূল্যবান মতামত দিন: