গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি

ইসরাইলি নৌবাহিনী এক ঘণ্টার মধ্যেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ডজনখানেক নৌকা আটকাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি সামরিক জাহাজগুলো প্রায় ১০ মাইল দূরত্ব পর্যন্ত চলে এসেছে। ফলে পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক।
এর আগে ফ্লোটিলা আয়োজকরা জানান, দ্রুতগতিতে ছুটে আসা ইসরাইলি দুটি যুদ্ধজাহাজ বহরের দুটি জাহাজ—আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়।
জাহাজে থাকা আয়োজক থিয়াগো আভিলা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যোগাযোগ ব্যবস্থায় এ অচলাবস্থা তৈরি হয়েছে ইসরাইলি বাহিনীর ‘সাইবার হামলায়’।
আপনার মূল্যবান মতামত দিন: