ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, যোগ দিয়েছেন ইউরোপীয় নেতারাও

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ০৩:০৮ এএম
আপডেট: ১৯ আগষ্ট ২০২৫ ৩:২৮ এএম

ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক চলছে, যোগ দিলেন ইউরোপীয় নেতারাও

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) হোয়াইট হাউসে শুরু হওয়া এই বৈঠক একাধিক ঘণ্টা ধরে চলে। বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতারাও।

বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ থামাতে আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তবে যুক্তরাষ্ট্র তা বাস্তবায়নের নিশ্চয়তা দেবে।  রক্তপাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি।’

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। তবে, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ‘জড়িত’ থাকতে হবে বলে জানান তিনি। জেলেনস্কি তার বক্তব্যে জানান, কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের পূর্ণ সমর্থন রয়েছে।

এই আলোচনায় যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনসহ ইইউ ও ন্যাটোর শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিকে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার ফাঁকে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ‘পারিবারিক ছবি’ তোলেন। নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে আপনাদের উপস্থিতি আমাদের জন্য সম্মানের। আজকের দিনটি অত্যন্ত সফল।’

অন্যদিকে মস্কো জানিয়ে দিয়েছে, শান্তির প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ইউক্রেনে ন্যাটোর কোনো উপস্থিতি মেনে নেবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিকে সংঘাতের একটি কার্যকর সমাধান বলে মনে করে না মস্কো এবং এই বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিগুলোকে রাশিয়া উসকানিমূলক বলে মনে করে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর