সৌদি আরবে আগামী সপ্তাহে ইউক্রেন-আমেরিকার বৈঠক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবেন আমেরিকা ও ইউক্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রিয়াদ অথবা জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে বর্তমানে আমরা আলোচনার মধ্যে রয়েছি। আমি মনে করি বৈঠকের মূল উদ্দেশ্য হলো শান্তি চুক্তি, একই সঙ্গে যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি করা।
এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী সোমবার সৌদি আরবে আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কি বলেন, সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতে আমার সময়সূচি নির্ধারিত হয়েছে। এই বৈঠকের পর তার প্রতিনিধিদল আমেরিকান অংশীদারদের সঙ্গে কাজ করতে সৌদি আরবে অবস্থান করবেন বলেও তিনি জানান।
হোয়াইট হাউসে গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই প্রথম আমেরিকান-ইউক্রেনীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ওই ঘটনার পর ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত এবং গোয়েন্দা তথ্য প্রদান বন্ধের নির্দেশ দেন। যদিও বৃহস্পতিবার ট্রাম্প বলেন, জেলেনস্কি তাকে চিঠিতে জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে বসতে প্রস্তুত তিনি।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের আলোচনার ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে কী ধরনের অগ্রগতি সেটা জানাননি তিনি।
ট্রাম্প বলেন ইউক্রেন একটি চুক্তি চায়, কারণ এর বাইরে তাদের কোনো পছন্দের কিছু নেই। রাশিয়াও ভিন্নভাবে একটি চুক্তি চায় বলে আমি মনে করি। আমি জানি তাদেরও এর বাইরে পছন্দের কিছু নেই।
আপনার মূল্যবান মতামত দিন: