এবার লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

ইসরায়েলের চালানো তিনটি হামলায় মুসলিমপ্রধান লেবানের পূর্বাঞ্চলে কমপক্ষে ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের চালানো তিনটি হামলায় মুসলিমপ্রধান লেবানের পূর্বাঞ্চলে কমপক্ষে ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকার আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে বিমান হামলায় পাঁচজন নিহত হন এবং আরও ১০ জন আহত হন। অপর একটি ড্রোন হামলায় বায়লবেকের পশ্চিমে কফার দান শহরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লেবাননের এক নাগরিক নিহত হন। খবর আল জাজিরার।

এর আগে দক্ষিণ লেবানের মারজায়উন জেলার দেইর সিরিয়ান শহরে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে চালানো হামলায় এক সিরীয় নাগরিক নিহত ও দুইজন আহত হন। ইসরায়েল এই হামলাগুলোর দায় স্বীকার না করলেও তাদের সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

এই হামলাগুলো এমন এক সময়ে হলো, যখন লেবাননের সরকার যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছে। তবে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, তারা এই সিদ্ধান্ত ‘অকার্যকর’ বলে গণ্য করবে।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় হামাসের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, যাতে এখন পর্যন্ত চার হাজার জনের বেশি নিহত ও ১৭ হাজারের বেশি আহত হয়েছেন।২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর