ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে পিটিআইয়ের বিক্ষোভ

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১২:০৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্র্রী ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে তার দল তেহরিক ই-ইসনাফ (পিটিআই)। রোববার পিটিআইয়ের শীর্ষ নেতা আসাদ কায়সার বলেন, দলের প্রতিষ্ঠাতার মুক্তির জন্য আন্দোলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খবর জিও নিউজের।

তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে পিটিআই। কায়সার জোর দিয়ে বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণরূপে সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থাকবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, যদি ইমরান খানের বিরুদ্ধে কোন প্রমাণ থাকে তবে তা আইনীভাবে উন্মুক্ত আদালতে উপস্থাপন করা উচিত; যাতে জাতি সত্য জানতে পারে।

কায়সার দাবি করেন, বিচার বিভাগ আর স্বাধীন নয় এবং আদালতের সিদ্ধান্ত এখন নির্বাহী বিভাগের দ্বারা প্রভাবিত হয়।

তিনি আরো বলেন, ‘ইমরান খান এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ নেতা; যিনি কেবল আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তিই উন্নত করেননি বরং জাতিকে একটি দৃষ্টিভঙ্গিও দিয়েছেন।

ইমরান খান ২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হন। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় কারাগারে রয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের প্রতিটি সদস্যকে অভ্যন্তরীণ মতপার্থক্য দূরে সরিয়ে বিক্ষোভের প্রতি মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর