নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অফিস ভবনে বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ও অন্তত চারজন আহত হয়েছেন। এদিকে, এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটন এলাকার ৩৪৫ পার্ক অ্যাভিনিউর একটি অফিস কমপ্লেক্সে এ হামলা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহতদের মধ্যে দুজন এনওয়াইপিডি সদস্য ছিলেন, যারা ডিউটির বাইরে থাকলেও ভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বাকি দুজন ছিলেন বেসামরিক নাগরিক।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নিহত পুলিশ সদস্যদের একজন ঘটনাস্থলেই মারা যান ও অপর এক বেসামরিক নাগরিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ভিডিও বার্তায় বলেন, অফিস কমপ্লেক্সে অবস্থানরত ব্যক্তিদের ভবনের ভিতরেই থাকার অনুরোধ করছি। পুলিশ প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে। তিনি আরও জানান, আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে যাবেন।
পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারী হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন শেন ডি. তামুরা, যিনি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বাসিন্দা। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় এখনো নিশ্চিত করেনি, তবে সিবিএস ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এ নামেই তাকেই হামলাকারী শনাক্ত করেছে।
এনওয়াইপিডি নিশ্চিত করেছে, হামলাকারী ‘একাই’ এই হামলা চালিয়েছেন এবং পরবর্তী সময়ে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
এই মুহূর্তে এলাকাটি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ আরও তথ্য জানানোর প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন ও কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: