জেলেনস্কির জন্মস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৩০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থানে একটি বিলাসবহুল হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু'জন নিহত এবং আরো ২৮ জন গুরুতর আহত হয়েছেন।
হোটেলটিতে স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্যা কিয়েভ ইনডিপেন্ডেন্টের।
ইউক্রেনের রাজ্য জরুরি পরিষেবা জানিয়েছে, ৫ মার্চ রাতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের শহরের ক্রিভি রিহ নামে একটি হোটেলে দুইজন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
স্থানীয় সময় রাত ১০টার দিকে পাঁচতলা হোটেলটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, যার ফলে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরেকজন নিহত হন। নিহতদের পরিচয় সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
আহতদের মধ্যে কমপক্ষে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জরুরিসেবা বিভাগের কর্মীরা জ্বলন্ত হোটেল থেকে অন্য লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। ইউক্রেনের রাজ্য জরুরি পরিষেবা জানিয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে আরো ভুক্তভোগী চাপা পড়ে থাকতে পারেন।
জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ প্রায়শই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রায় ৬ লাখ ৬০ হাজার লোকের এ শহরটি দনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের দ্বিতীয় বৃহত্তম শহর।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: