৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত: পাক তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

জম্মু-কাশ্মির প্রদেশের পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। পাকিস্তানের হাতে এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা’ তথ্য আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

কাশ্মিরে এই হামলার পর জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয় ভারত সরকার। আর এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা’ তথ্য পাকিস্তানের কাছে আছে।

পাক মন্ত্রী বলেন, ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে পাকিস্তান। ভারতের এ আচরণ বেপরোয়া। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যেকোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি।

আতাউল্লাহ তারার বলেন, ভারতের এ ধরনের যেকোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে হবে। উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের ওপরই বর্তাবে। সূত্র: এনডিটিভি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর