উত্তেজনার মধ্যে ২৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ২০:০৪ পিএম

দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার জন্য ৭.৪ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে এই ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের নিরাপত্তা মন্ত্রিসভা। নেতৃত্বে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বর্তমানে ভারতীয় বিমান বাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করে আর নৌবাহিনীর নৌ বহর মূলত রাশিয়ার তৈরি মিগ-২৯ জেটের ওপর নির্ভরশীল।

এই চুক্তি এমন এক সময়ে এসেছে যখন ভারত তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ, রাশিয়ান উৎপত্তির সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো এবং অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে দুটি স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে মোতায়েন করা বাহিনীর জন্য।

এই চুক্তি ভারতের ফরাসি সামরিক সরঞ্জামের ওপর দীর্ঘদিনের নির্ভরতার ইতিহাসের অংশ। যার মধ্যে রয়েছে ১৯৮০-এর দশকে কেনা মিরাজ ২০০০ যুদ্ধবিমান এবং ২০০৫ সালে আদেশ দেয়া স্করপিন-শ্রেণির সাবমেরিন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর