লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থিদের হামলা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থীরা হামলা চালিয়েছে।

রোববার ডেইলি টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, লন্ডনের পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনের জানালা ভেঙে ফেলে, যার ফলে ক্ষতির চিহ্ন দূর থেকে দেখা যায়। তারা সাদা দেয়াল এবং ভবনের বাইরের ফলকে গেরুয়া রং ছুঁড়ে মেরেছে।

আগের দিন ভারতীয়রা হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ প্রদর্শন করে। একদিন পর এই হামলা চালানো হয়।

লন্ডন পুলিশ শনিবার দু’ভারতীয় বিক্ষোভকারীকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা টানা দু’দিন ধরে সমাবেশ করছে।

পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটে। কাশ্মীরের পেহেলগামে ওই মারাত্মক হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান জবাবে যে কোনো ধরনের নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদে জানা যায়, লন্ডন কর্তৃপক্ষ কূটনৈতিক ভবনে হামলার তদন্ত করছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর