ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন ৭ শতাধিক মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর দাবি, বন্দর এলাকায় বিপজ্জনক রাসায়নিক ও পণ্যের মজুতে বিস্ফোরণের কারণ।

গতকাল শনিবার রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে ইরানের শাহিদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণের পর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে যায়। উদ্ধার কাজে ইরানের রেড ক্রিসেন্ট সদস্যরাও অংশ নেন।

ইরানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন ৭৫০ জনের বেশি মানুষ। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণের জন্য রাসায়নিকের দুর্বল মজুতকে দায়ী করেছেন। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সূত্র: আল জাজিরা

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর