অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ

অভিনেতা সিদ্দিককে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একদল যুবক তাকে রমনা থানায় সোপর্দ করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার বিকালে অভিনেতা সিদ্দিককে রক্তাক্ত অবস্থায় একদল যুবক থানায় নিয়ে আসে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ঢাকার কাকরাইলের তাবলিগের মারকাজ মসজিদের সামনে মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তাকে মারধর করছিলো। এসময় কান্না করতে দেখা গেছে সিদ্দিককে।
হামলাকারীরা বলেন, আমরা সিদ্দিককে নয়, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।
উল্লেখ্য, সিদ্দিক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকালে সরকারের মনোনয়ন চেয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: