দুবাইয়ে অটো চালাচ্ছেন সালমান!

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম

বলিউড-দক্ষিণী চলচ্চিত্রের পর এবার হলিউড মাতাতে যাচ্ছেন সালমান খান। কদিন আগেই প্রকাশ্যে এসেছে তার হলিউডে অভিষেকের কথা। এর মধ্যেই সালমানের শুটিংয়ের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। হলিউডের পর্দায় অটোচালক রূপে ধরা দিচ্ছেন এই বলিউড সুপারস্টার।

বলিউড-দক্ষিণী চলচ্চিত্রের পর এবার হলিউড মাতাতে যাচ্ছেন সালমান খান। কদিন আগেই প্রকাশ্যে এসেছে তার হলিউডে অভিষেকের কথা। এর মধ্যেই সালমানের শুটিংয়ের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। হলিউডের পর্দায় অটোচালক রূপে ধরা দিচ্ছেন এই বলিউড সুপারস্টার।

বর্তমানে দুবাইয়ে হলিউড সিনেমার শুটিংয়ে ব্যস্ত সালমান। সেই সিনেমার সেট থেকেই ফাঁস হয়েছে হলিউড স্টাইলের লুক। পরনে তার খাকি রঙের শার্ট। ভেতরে সাদামাটা চেক শার্ট। আর ঘাড়ে রাখা রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সালমানকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এ হলিউড সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’র হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে সিনেমার পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন সালমান।

জানা গেছে, সেখানে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সালমানের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতা। তবে তার চরিত্রে একটা চমক রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর