মোবাইল আমদানিতে ট্যাক্স সহনীয় করার আহ্বান ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

মোবাইল আমদানিতে ট্যাক্স সহনীয় করার আহ্বান জানিয়েছে গ্রে মার্কেটের ব্যবসায়ী মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ নামে একটি সংগঠন।

রোববার দুপুর রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ ‘নয়জনের সিন্ডিকেটের’ বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে যমুনা ফিউচার পার্কের মোবাইল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিনিধি গোলাম মাহফুজ জনি জানান, সরকার যদি ট্যাক্স সহনীয় করে দেয় এবং সেখানে গ্রহণযোগ্য নীতিমালা করে দেওয়া হলে তাহলে অঅমরা সকলে মিলে রাজস্ব দিয়ে দেশের উন্নয়নে অংশীজন হতে চাই। আমাদের্‌বেং জনগণের যে আর্থিক ক্ষতি হবে তার পদক্ষেপ না নিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আমরা ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, আমাদের চোই ব্যবসায়ী বলা হচ্ছে। আজকের পর থেকে আমরা আর একথা শুনতে চাই না। অনেক মানুষ আছেন যারা নতুন ফোন কেনার সামর্থ্য নেই। তারা পুরাতন ফোন কিনে। আমরা তাদের জন্য ব্যবসা করি।

তিনি আরও বলেন, বিটিআরসিতে ভাঙচুর করেছে সাধারণ মানুষ। আজকের পর আর কোনো ভাইকে গ্রেফতার করা হলে পরিস্থিতি খারাপ হবে। আর যাদের ধরা হয়েছে তাদেরকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, ৯ জনের সিন্ডিকেট মিলে এটা প্রেশারাইজ করে ফয়েজ আহমদ তৈয়্যবকে কলুর বলদ বানিয়ে কলুর বলদ বানিয়ে এই সিস্টেমটা বাস্তবায়ন করতে চাচ্ছে জহিরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। আর শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী তার প্রধান সহকারী। এনইআইআর বাস্তবায়নে মোস্তফা জব্বারের কোম্পানি সিনোসিস আইটিকে টাকা দেওয়া হয়েছে। দেশের মানুষের জন্য ভালো হলে অবশ্য। এটি বাস্তবায়ন করেন, কিন্তু তৃতীয় পক্ষ দিয়ে এটা করবেন তা হবে না। প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে বাস্তবায়ন করুন।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই নেটওয়ার্ক চলে যায়। আমাদের তিন মাসের যে সময় দেওয়া হয়েছিল সেই ম্যাসেজটাও ফেসবুক পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এনইআইআর বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফাঁদ। এনইআইআর বাস্তবায়ন হবে ভারত থেকে। জনগণ আমাদের প্রশ্ন করছে কেন আমার তথ্য অন্য দেশের সার্ভারে থাকবে। এতে কি দেশের সার্বিক নিরাপত্তা হুমকি হবে না?

সংবাদ সম্মেলনে সংগঠনটির আন্তর্জাতিক সম্পাদক আজিজুর রহমান সোহেল ছাড়াও সংগঠনটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর