বিলুপ্ত ৫ ব্যাংকের পর্ষদ, দায়িত্ব নিচ্ছেন প্রশাসকরা
সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক বিলুপ্তির মাধ্যমে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত হয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসকদের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংকগুলো একীভূতকরণ করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকগুলোর হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাতে বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর কর্মকর্তারা জানায়, আজ বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ কার্যক্রম স্থগিত করা করেছে। একই সঙ্গে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে ব্যাংকগুলো পরিচালনা হবে বলে চিঠিতে জনানো হয়েছে।
এদিকে, বুধবার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের জরুরি তলব করেছেন গভর্নর। জানা গেছে, বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানানো হয়েছে। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া ৫ ব্যাংক একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে। যার নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এর আগে গত ৯ অক্টোবর সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার। আর আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশ এখন খেলাপি।
উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এছাড়া এসব ব্যাংকের বড় অঙ্কের ঋণ শ্রেণিকৃত, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি রয়েছে। সরকার পরিবর্তনের পর ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে উন্নতি হয়নি। বিপরীত দিকে ব্যাংকগুলোর নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: