জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত:
১১ জুলাই ২০২৫ ০১:০৭ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৫ ৩:১১ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৫ ৩:১১ এএম

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: