বিডা সামিটে সরকারের খরচ দেড় কোটি টাকা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ২২:০৪ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চারদিনের বিডা বিনিয়োগ সামিট ২০২৫ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে বিডা ছাড়াও আয়োজক পার্টনার হিসেবে ছিল ইউএনডিপি, ইউরোপিয় ইউনিয়ন, সিটিব্যাংক এনএ, বিজিএমইএসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সামিট আয়োজনে সরকারের খরচ হয়েছে এক কোটি ৪৫ লাখ টাকা। মোট খরচ হয়েছে পাঁচ কোটি টাকা। বাকি সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে আয়োজক পার্টনারদের মাধ্যমে।

রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’- এর ওপরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সামিটের খরচ হয়েছে মোট ৫ কোটি টাকা। এ তথ্য দিয়ে বিডার নির্বাহী বলেন, সামিটে বাংলাদেশ সরকারের সামিটে খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা। পার্টনার সংস্থা থেকে অনুদান পেয়েছি আমরা আরো ৩ কোটি ৫০ লাখ টাকা।

মোট বিনিয়োগ কত এসেছে তা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। মোট বিনিয়োগের তথ্য দিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, বিনিয়োগ ইনভেস্টমেন্ট ঘোষণা এসেছে মোট ৩ হাজার ১০০ কোটি টাকা। হান্ডা গ্রুপ ও শপ আপ মিলে এ বিনিয়োগ করেছে।

বিনিয়োগ এখনই আসবে এমন উদ্দেশ্য এ সামিটের ছিল না উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও বলেছি, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট একদিনে আসে না। সামিটে এসে ইমোশনাল হয়ে কেউ হুট করে ১০০ কোটি টাকার চেক লিখে ফেলে না। কিন্তু বাংলাদেশ যদি প্রথম ধাপেই মেনু থেকে বাদ পড়ে যায় নেগেটিভ ধারণার জন্য তাহলে খেলা শুরু হবার আগেই আমরা হেরে গেলাম।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর