পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তাঁর সিদ্ধান্তে অনড়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৫ জানুয়ারি ২০২৬ ১৪:০১ পিএম
মোঃ জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: বিএনপির সাবেক নেতা হাসান মামুন বুধবার রাতে ফেইসবুক পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ—২০২৪ সালের অক্টোবরেই আমি বিএনপির (তৎকালীন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়কে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছি। যদি দলীয় মনোনয়ন না পাই, তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করব।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।”
দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি জানিয়েছেন, যদি বিএনপির মনোনয়ন না পান, তবে তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ অংশ নেবেন।
এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় চাপ ও ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত—দুইয়ের মধ্যকার টানাপোড়েনে হাসান মামুনের অবস্থান ভবিষ্যতে কেমন প্রভাব ফেলবে, তা নজর কাড়ছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা - দশমিনা) আসনটি যুগপৎ আন্দোলনের অংশীদার গণধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছাড় দিয়ে বিএনপি'র পক্ষ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: