আমরা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই-এমপি প্রার্থী কালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৩ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম
শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বিএনপির শিশু বিষয়ক সম্পাদক,সাবেক দুই বারের এমপি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন,জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমাদের কাছে সবার আগে বাংলাদেশ,আমরা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতাও কামনা করেন বিএনপির এই নেতা।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের ‘মির্জাপুর সাংবাদিক সংস্থা’কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এরআগে প্রধান অতিথি সাংবাদিক সংস্থায় পৌঁছালে সংগঠনটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সভায় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো.মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাব্বি ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া,সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম,সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা,শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা,মির্জাপুর কলেজের সাবেক ভিপি আলী আজম সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ,যুবদল নেতা ও হালিম আধুনিক হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো.আল-আমিন প্রমুখ।
এছাড়া মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো.কাইয়ুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মো.রুবেল মিয়া,কোষাধ্যক্ষ শামীম মিয়া,সদস্য বছির আহম্মেদ,সাইফুল ইসলাম,মো.নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: